Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
jan-jun/23 sesion orientation programme
Details
আগামি ১৯ জানুয়ারি রোজ বৃহস্পতিবার জানুয়ারি-জুন/২০২৩ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েনটেশন ক্লাস অনুষ্ঠিত হবে । উক্ত অনুষ্ঠানেেউপস্থিত ছিলেন বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম স্যার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা স্যার ও বগুড়া জেলার সম্মানিত উপপরিচালক আবু সাঈদ মো: কাওছার রহমান স্যার। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (উপপরিচালক) ইফ্ফাত তাসলীমা মুনিয়া স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারি জেনারেল ম্যানেজার মো: সানাউল ইসলাম স্যার ।
Attachments
Publish Date
17/01/2023
Archieve Date
23/12/2055