১। নিবাসীদের প্রশিক্ষণের জন্য কারিগরি শিক্ষাবোর্ডের প্রশিক্ষণের আলোকে প্রশিক্ষণ হ্যান্ডবুক ও শিক্ষা উপকরন সরবরাহ।
২। প্রতিষ্ঠানের মনোগ্রামসহ খাতা তৈরী ও বিতরন ।
৩। কম্পিউটার ল্যাবে প্রজেক্টরের জন্য মাল্টিমিডিয়া ক্লাস শুরু।
৪। নতুন কম্পিউটার সরবরাহকরন।
৫। ১৬ টি সিসি ক্যামেরা সংযোজন ।
৬। কারিগরি শিক্ষাবোর্ডের নির্দেশ ও সময় অনুযায়ী রেজিস্ট্রেশন ও পরীক্ষার ব্যবস্থা গ্রহণ।
৭। সরকার ঘোষিত বিভিন্ন দিবসে র্যালী, আলোচনা ও অভিন্ন মেনুর খাবার পরিবেশন করা।
৮। প্রতিষ্ঠানের অভ্যন্তরে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্ার স্থাপন।
৯। তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী তথ্য সেবা বুথ স্থাপন।
১০। সিটিজেন চার্টার স্থাপন ।
১১। কর্মকর্তা / কর্মচরেীদের সক্ষমতার উন্নয়নে ইন হাউজ প্রশিক্ষনের ( সমসাময়িক বিষয় নিয়ে লার্নিং সেশন সহ) ব্যবস্থাকরন।
১২। জাতীয় শুদ্ধাচার কৌশল বান্তবায়নে নৈতিকতা কমিটি গঠন ।
১৩। প্রসপ্রেক্টশ তৈরী ও বিতরন।
১৪। সেবাগ্রহীতার জন্য অপেক্ষমান চালু ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস